কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন ৩নং রায়কোট ইউনিয়ন এ পর্যটন বা বিনোদনের তেমন কোন স্থান নেই। তবে বর্ষা মৌসুমে রায়কোট ইউনিয়নের ঝাটিয়াপাড়া থেকে কনকাপৈত যাওয়ার পথে পূর্ব বামপাড়া ডাকাতিয়া নদীর উপরের ষ্টীল ব্রীজটি দেখার মত একটি ব্রীজ। ব্রীজের উপর থেকে পানি দেখার জন্য অনেকেই বীড় জমান।
ইউনিয়নের পূর্ব খাড়ঘর থেকে মরকটা যাওয়ার পথে ডাকাতিয়া নদীর উপরের ব্রীজটিতেও বর্ষা মৌসুমে বিনোদন পিপাষু অনেক লোকই একত্রিত হন।
ইউনিয়নের কুকুরীখিল, ঘাসিয়াল ও রায়কোট গ্রামের মর্ধবর্তী স্থানে মৎস প্রকল্পের জন্য খনন করা সারি সারি পুকুর গুলো ও তার পাড়ে লাগানো সারি সারি গাছ-গাছালিগুলোও একটি বিনোদন কেন্দ্রের মতেই। এখানে বিশেষ করে বিকেল বেলায় অনেক মানুষ বেড়াতে আসেন।