নাঙ্গলকোট উপজেলার সকল ইউনিয়নের অধীনে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। তার মধ্যে রায়কোট ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত গ্রামীণ খেলাধুলার আসরটি ১৪-০৬-২০১৩ইং তারিখ মাহিনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। খেলাটির প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকেন জনাব মাওলানা জাফর আহমদ মজুমদার, চেয়ারম্যান, ৩নং রায়কোট ইউনিয়ন, ও সভাপতির আসন অলংকৃত করেন জনাব সুশান্ত কুমার দাস, প্রধান শিক্ষক, মাহিনী উচ্চ বিদ্যালয়। উক্ত গ্রামীণ খেলাধুলার অনুষ্ঠানে স্কুল ছাত্র/ছাত্রীরা লাফ, মোরগ যুদ্ধ, হাঁ-ডু-ডু, কানামাছি ও গোল্লাছুট খেলায় অংশ নেয়। এলাকার লোকজন স্বতঃ স্ফুর্ত ভাবে খেলা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে স্কুল শিক্ষক, প্রধান অতিথি, সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্য ও গন্য মান্য লোকদের উপস্থিতিতে পুরস্কার বিতরন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস